স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ ফেব্রুয়ারি : মেলাঘর থানার পুলিশ রুটিন চেকিং করতে গিয়ে লেজে গোবরে হল। চেকিংয়ের নামে এক বাইক আরোহীর মাথা ফাটিয়ে দিয়ে কয়েকজন পুলিশ কর্মী কলঙ্কিত করল রাজ্যের আরক্ষা প্রশাসনকে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ আগরতলা মেলাঘর মূল সড়কে। ঘটনায় জানা যায়, সড়ক দুর্ঘটনা বন্ধ করতে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন রোড চেকিং করছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ মেলাঘর থানার পুলিশ মেলাঘর রাস্তায় রুটিন চেকিং এ বসে। হেলমেট বিহীন এক বাইক আরোহী কে ট্রাফিক পুলিশ দাড়াতে নির্দেশ দেয়। বাইক আরোহী পুলিশের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ হাতের লাঠি দিয়ে বাইক আরোহীকে আঘাত করে।
এতে বাইক আরোহীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। তার মাথায় বিস্তর আঘাত লাগে। ঘটনা জানাজানি হতেই লোকজন ছুটে আসে। পুলিশের এই ধরনের অমানবিকতার বিরুদ্ধে সংজ্ঞবদ্ধ হয়ে ধিক্কার জানিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে মেলাঘর আগরতলা মূল সড়ক অবরোধ করে রাখে সাধারণ মানুষ। আর এতে করে ভোগান্তির শিকার পথচারী থেকে শুরু করে যান চালকরা।