স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে এবার রাস্তায় নামল সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটি। রাজধানীর প্যারাডাইস চৌমুহনি এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। উপস্থিত সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, কেন্দ্রীয় সরকার যে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেছে তাতে জনগণের কোন কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি।
সবচেয়ে দুর্বিষহ বিষয় হলো এই বাজেটে সবচেয়ে কম টাকা কৃষকদের জন্য রাখা হয়েছে। এবং অবহেলিত হয়েছে কৃষকরা। এমনকি মন রেগার বরাদ্দ পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। তাই এই কেন্দ্রীয় বাজেট পুড়িয়ে তীব্র প্রতিবাদের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে শনিবার বাজেট কপি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান তিনি। এ বাজেট কৃষক শ্রমিক এবং জনবিরোধী বাজেট। এই বাজেট কোনভাবেই গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি।