Sunday, September 8, 2024
বাড়িরাজ্যআগামী দিনে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিবাদ তুলে ধরে জাতীয় স্তরে সুনাম অর্জন করবে...

আগামী দিনে ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিবাদ তুলে ধরে জাতীয় স্তরে সুনাম অর্জন করবে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ ফেব্রুয়ারি : অরুন্ধতী নগর ইংরেজি মাধ্যম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয় শনিবার। স্কুল প্রাঙ্গণের মাঠে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা রয়েছে।

শারীরিক দক্ষতা না হলে ছেলে মেয়েরা সুস্থ সবল থাকতে পারবে না। রাজ্য সরকারও খেলাধুলার মান উন্নয়নের জন্য চেষ্টা করে চলছে। বিভিন্ন মাঠকে খেলার উপযোগী করে তোলা হচ্ছে। সার্বিকভাবে সারা দেশের মতো আধুনিক ব্যবস্থার মাধ্যমে মাঠগুলো তৈরি করা হচ্ছে বলে জানান মেয়র। আগামী দিনে রাজ্যের ছেলেমেয়েরা, বিশেষ করে অরুন্ধতী নগর ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিবাদ তুলে ধরে জাতীয় স্তরে সুনাম অর্জন করবে বলে আশা ব্যক্ত করেন মেয়র।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য