Saturday, January 18, 2025
বাড়িখেলা গ্রিনউডকে ‘ধর্ষক’ বলার অভিযোগে তদন্তের মুখে বেলিংহাম

 গ্রিনউডকে ‘ধর্ষক’ বলার অভিযোগে তদন্তের মুখে বেলিংহাম

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ ফেব্রুয়ারি: হেতাফের বিপক্ষে ম্যাচে জাতীয় দল সতীর্থ গ্রিনউডের প্রতি আপত্তিকর মন্তব্যের কারণে লা লিগার তদন্তের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। বৃহস্পতিবার রাতে হেতাফের বিপক্ষে রিয়ালের ২–০ গোলে জেতা ম্যাচের দ্বিতীয়ার্ধে ঘটেছে এ ঘটনা।এদিন ম্যাচের একপর্যায়ে বেলিংহাম ট্যাকল করার চেষ্টা করেন গ্রিনউডকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেলিংহাম গ্রিনউডকে কিছু একটা বলেছেন। এরপর অনেকে দাবি করেন, বেলিংহাম সে সময় গ্রিনউডকে ‘ধর্ষক’ বলে সম্বোধন করেন।

পরে এ ঘটনায় হেতাফে আনুষ্ঠানিকভাবে লা লিগার কাছে অভিযোগ জানিয়েছে। এই অভিযোগ আমলে নিয়ে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ তদন্তও শুরু করেছে। লা লিগা এ ঘটনার তদন্তে একজন ‘লিপ রিডার’ (যিনি শব্দ ছাড়াই ঠোঁট নাড়ানো দিয়ে কথা বুঝতে পারেন) নিয়োগ দিয়েছে।এক বিবৃতিতে লা লিগা জানিয়েছে, ‘হেতাফে গতকাল অভিযোগটি লা লিগার ম্যাচ পরিচালক এবং লা লিগার কাছে স্থানান্তর করেছে। বিষয়টি তদন্তে লিপ রিডিংয়ের মাধ্যমে বিশেষজ্ঞ প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়েছে।’ বিষয়টি সন্দেহতীতভাবে প্রমাণের জন্য লিপ রিডারের সাহায্য নেওয়ার কথাও সেখানে বলা হয়েছে। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কথা বলতে অস্বীকৃতি জানায়।  

জেরেমি ফ্রিম্যান নামে এক লিপ রিডিং বিশেষজ্ঞ ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইনকে জানিয়েছেন, তিনি ৯৭ শতাংশ নিশ্চিত যে বেলিংহাম গ্রিনউডকে ‘ধর্ষক’ বলে সম্বোধন করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে বেলিংহামের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হলে, বড় শাস্তির মুখে পড়তে হবে তাঁকে। ২০২২ সালের জানুয়ারিতে বান্ধবীকে পেটানো ও ধর্ষণের অভিযোগে আটক হন গ্রিনউড। যদিও ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাঁকে। তবে ইউনাইটেড তাঁর বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চালিয়ে যাওয়ার কথা জানায়। এরপর গত গ্রীষ্মের দলবদলের শেষ দিন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে হেতাফেতে যোগ দেন গ্রিনউড।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য