Sunday, January 26, 2025
বাড়িরাজ্যত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি মুখ্যমন্ত্রীকে অবমাননা করেছেন : অনিমেষ

ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি মুখ্যমন্ত্রীকে অবমাননা করেছেন : অনিমেষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ ফেব্রুয়ারি : ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ইতিমধ্যে যদি তিনি মৌখিক ঘোষণা থেকে পিছিয়ে না আসেন তাহলে তাঁর বিরুদ্ধে এবং ত্রিপুরা মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সেন্টার সুপারভাইজারদের বিরুদ্ধে মামলা করবে অভিভাবকরা। শুক্রবার বিধানসভা নিজ কক্ষে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা।

তিনি বলেন, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণচৌধুরি সম্প্রতি এক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন যারা আগামী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্টার সুপারভাইজার হবে। বৈঠকে পর্ষদ সভাপতি বলেন, এবার যারা পরীক্ষায় বসবে তারা যাতে কোনভাবেই রোমান হরফে উত্তর না লেখে। এবং এর জন্য ব্যবস্থা গ্রহণ করতে বৈঠকে সেন্টার সুপারভাইজারদের নির্দেশ দিয়েছেন পর্ষদ সভাপতি।

 তিনি আরো বলেছেন যদি কোন সেন্টারে রোমান হরফে লেখা হয় তাহলে সেই সেন্টারের সুপারভাইজারের বিরুদ্ধে তিনি মামলা করবেন। এ ধরনের নির্দেশ অত্যন্ত উদ্বেগজনক বলে জানান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। কিন্তু এতদিন ধরে ছাত্র-ছাত্রীরা কেউ বাংলাতে আবার কেউ রোমান হরফে পরীক্ষা দিয়ে আসছে। পরবর্তী সময়ে বৈঠকে উপস্থিত সুপারভাইজাররা সভাপতিকে বলেন সেটা যাতে মৌখিক ভাবে নির্দেশ না দিয়ে লিখিত নির্দেশ দেন। তাই পর্ষদ সভাপতির উদ্দেশ্যে প্রশ্ন কোন ধারা অনুযায়ী তিনি মামলা করবেন? এবং পর্ষদ সভাপতি বলছেন, ছাত্রছাত্রীরা রোমান হরফে লিখলে তাদের উত্তরপত্র দেখার জন্য ইনফ্রাস্ট্রাকচার নেই। কিন্তু আজকে থেকে কয়েক বছর আগে যখন রোমান হরফে ছাত্রছাত্রীরা পরীক্ষা লিখতো তখন রাজ্যের শিক্ষক-শিক্ষিকারা তাদের খাতা দেখত? বিরোধী দলনেতা আরো বলেন, মু্খ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন রাজ্যে স্ক্রিপ্টের কোন পলিসি নেই। আর সেই জায়গায় পর্ষদ সভাপতি মুখ্যমন্ত্রীর নাম নিয়ে অবমাননা করছেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর চেয়ে বড় নয়। পর্ষদ সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা। বিরোধী দলনেতা পর্ষদ সভাপতির উদ্দেশ্যে বলেন, যদি ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় রোমান হরফে লিখতে না দেওয়া হয়, তাহলে পর্ষদ সভাপতি, সেন্টার সুপারভাইজার এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা করবে অভিভাবকরা। তখন কি পর্ষদ সভাপতি বাচ্চাবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেন বিরোধী দলনেতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য