Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবৈজ্ঞানিক প্রদর্শনি উপলক্ষ্যে মিছিলের আয়োজন শহরে

বৈজ্ঞানিক প্রদর্শনি উপলক্ষ্যে মিছিলের আয়োজন শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার এক মিছিলের আয়োজন করা হয় ৫১ তম রাজ্য স্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনি। উমাকান্ত স্কুলের মাঠ থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উমান্ত স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনঃরায় উমাকান্ত স্কুল মাঠে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন এস.সি.ই.আর.টি-র অতিরিক্ত অধিকর্তা অম্বালিকা দত্ত।

 এস.সি.ই.আর.টি-র অতিরিক্ত অধিকর্তা অম্বালিকা দত্ত জানান প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে রাজ্য স্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনি। শুক্রবার রাজধানীর মহারানী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে শুরু হবে দুইদিন ব্যাপী এই প্রদর্শনী। এইবারের বাল বৈজ্ঞানিক প্রদর্শনির থিম হল সমাজের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি। বাল বৈজ্ঞানিক প্রদর্শনির বিষয়ে সকলকে অবগত করার জন্য এইদিনের মিছিলের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী এই দিনের মিছিলে অংশগ্রহণ করে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য