স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১ ফেব্রুয়ারি : ইঞ্জিন বিকল হওয়ায় দিল্লি থেকে আগরতলা আসা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন খয়েরপুর দাসপাড়া এলাকায় আটকে পড়ে। প্রায় সকাল সাড়ে ছয়টা থেকে দশটা পর্যন্ত আটকে ছিল ট্রেনটি। ভোগান্তির শিকার হয় যাত্রীরা।
শেষ পর্যন্ত কেউ কেউ অটো গাড়ি এবং পায়ে হেঁটে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে সকাল সাড়ে ছয়টার থেকে ট্রেনটি আটকে পড়ায় এদিন সকালে বহু ট্রেন পরিষেবা এই রুটে কিছুক্ষণ স্থগিত রাখতে হয়। তারপর সকাল ১০ টার পর এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।