স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ জানুয়ারি : ত্রিপ্রা ইঞ্জিনিয়ারস সোসাইটির পক্ষ থেকে রবিবার সুকান্ত একাডেমিতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।
তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, যারা রক্তদানে এগিয়ে এসেছে তাদের অত্যন্ত শুভেচ্ছা জানানো হচ্ছে। কারণ রক্তদান জীবন দান। এটি সমাজের একটি ভালো উদ্যোগ। সবার এই ধরনের উদ্যোগ নিতে হয়। সকলের কাছে এই ধরনের রক্তদান শিবিরে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মন্ত্রী। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন মন্ত্রী।