স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : শনিবার জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে এক স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক তথা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার প্রতিষ্ঠাতা তথা ডাক্তার প্রদীপ ভৌমিক, জিবি হাসপাতালের এমএস সহ অন্যান্যরা।
এইদিন শিবিরে রক্তদাতারা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করে। রাজ্যের বিশিষ্ট চিকিৎসক প্রদীপ ভৌমিক জানান, প্রতি বছর রাজ্যে ৪০ হাজার ইউনিট রক্তের প্রয়োজন। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখার জন্য কিছুদিন পূর্বে রাজ্য স্তরের বৈঠক হয়েছে। সেই বৈঠকে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা দায়িত্ব নিয়েছে বছরে এক হাজার ইউনিট রক্তের যোগান দেওয়ার। সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার যে সকল শাখা গুলি রয়েছে সেই গুলি সমগ্র বছর ধারাবাহিক ভাবে প্রয়োজন মোতাবেক ছোট ছোট আকারে রক্তদান শিবির করবে।
সেই সিদ্ধান্ত মোতাবেক এইদিন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে জিবি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে এইদিন ২০ থেকে ২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবে। তিনি আরও জানান লোকসভা নির্বাচনের আগে ও পরে রক্তের সঙ্কট দেখা দিতে পারে। তাই সেই সময়ে বেশি করে রক্তদান শিবির করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।