স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : ত্রিপুরা রাজ্যের শ্রীশ্রী রামচন্দ্র দেবের ৭৪ টি মঠ মন্দির নিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটির রাজ্যভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় শনিবার। বনমালী পুর স্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে হয় এদিনের আলোচনা সভা। আলোচনা সভার পর এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সম্পাদক স্বপন কুমার বণিক।
তিনি বলেন, শ্রী শ্রী কুমিল্লা ধামের নির্দেশে রাম ঠাকুরের সেবা মন্দিরগুলি পরিচালনার জন্য এদিন এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কারণ উৎসব মানেই উৎসর্গ। যারা উৎসবের নাম করে দক্ষযজ্ঞ করছে তাদের দক্ষযজ্ঞ রুখতে এই আলোচনা সভা বলে জানান তিনি। তিনি আরো বলেন বিশেষ করে এই সভায় গুরুত্ব পেয়েছে, ঠাকুরের সঠিকভাবে দর্শনার্থ এবং মতাদর্শ। এই দর্শনার্থ এবং মতাদর্শের উপর ভিত্তি করে আগামী দিন পরিচালনা হবে বলে জানান তিনি।