স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৭ জানুয়ারি : সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে আকাশ নায়েক ভিল নামে ২১ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ মূলে গত শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে বিলোনিয়া থানাধীন লক্ষীপুর বড়পাথরি এলাকার পাশ্ববর্তী এক বাড়ি থেকে গ্ৰেপ্তার করে পুলিশ।
শুক্রবার সাত বছরের শিশু কন্যার পরিবারের পক্ষ থেকে মামলা হয় বিলোনিয়া মহিলা থানাতে। ধর্ষন কান্ডের ঘটনা গত ২৪ শে জানুয়ারি বিকেলে সংগঠিত হয়। সেদিন সাত বছর বয়সি শিশু কন্যাটি প্রতিদিনের মতো আকাশের বাড়িতে খেলার জন্য যায়। সেই সময় আকাশ ছাড়া কেউ ছিল না বাড়িতে। নির্জনতার সুযোগ নিয়ে অভিযুক্ত আকাশ নায়েক নাকি নাবালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময় বাড়িতে গিয়ে শিশু কন্যা সহ তার ভাই, মায়ের কাছে ঘটনাটি বলার পর মামলা করেন থানায়। শনিবার অভিযুক্ত আকাশকে মহিলা থানার পুলিশ আদালতে তুলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।