Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপ্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সীমান্তে জওয়ানদের কঠোর নজরদারি

প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সীমান্তে জওয়ানদের কঠোর নজরদারি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : রাত পোহালেই ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। দেশের সীমান্তে দাঁড়িয়ে সুরক্ষার জন্য দায়িত্ব পালন করছেন বি এস এফ জওয়ানরা। বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ সীমান্ত ঘেঁষা লঙ্কামুড়া এলাকায় জওয়ানদের কঠোর টহলদারি লক্ষ্য করা যায়।

সারা বছর দেশের কাঁটাতারের বেড়ায় দাঁড়িয়ে দেশকে সুরক্ষার জন্য দায়িত্ব পালন করলেও স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস সহ গুরুত্বপূর্ণ দিনগুলির সময় জোয়ানদের নজরদারি আরো বেশি। বন্দুকের নল উচিয়ে তারা ২৪ ঘন্টা দেশের সুরক্ষার জন্য দায়িত্ব পালন করেন। কোন ধরনের অনুপ্রবেশ যাতে না ঘটে সেদিকে কঠোর নজরদারি চলছে। পাশাপাশি তারা আধুনিক প্রযুক্তি সম্পন্ন অস্ত্র সহ দূরবীন ব্যবহার করে এই সুরক্ষার দায়িত্ব পালন করে চলেছেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য