Saturday, February 8, 2025
বাড়িরাজ্যলোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি -র গ্রাম চলো অভিযান

লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি -র গ্রাম চলো অভিযান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : শিওরে লোকসভা নির্বাচন। বিরোধী রাজনৈতিক দলগুলিকে কোণঠাসা করতে ইতিমধ্যে শাসক দল ময়দানে ঝাঁপিয়েছে। সংগঠনকে মজবুত করতে এবার আওয়াজ তুলেছে গ্রাম চলো অভিযানের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উপস্থিতিতে প্রদেশ বিজেপি কার্যালয়ে “গ্রাম চলো অভিযান” কর্মশালার আয়োজন করা হয়।

এ কর্মশালায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদিকা আশা মুখরা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। এ বিষয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস জানান সারাদেশে ভারতীয় জনতা পার্টির গ্রাম চলো অভিযান শুরু হয়েছে। এই অভিযান প্রসঙ্গে আলোচনা করতে এদিনের কর্মশালার আয়োজন বলে জানান ভগবান চন্দ্র দাস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য