Monday, February 17, 2025
বাড়িজাতীয়প্রথম দিনেই কোটি কোটি টাকা এল রামমন্দিরের দানবাক্সে !

প্রথম দিনেই কোটি কোটি টাকা এল রামমন্দিরের দানবাক্সে !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ জানুয়ারি : মোট ১০টি কাউন্টার খোলা হয়েছিল দান গ্রহণ করার জন্য। পাশাপাশি ব্যবস্থা করা হয়েছিল ‘অনলাইন ডোনেশনে’র। অযোধ্যার রামের ভক্তেরা সেখানে দু’হাত ভরে দান করেছেন বলে জানাল রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের অছি পর্ষদ।

সোমবারই উদ্বোধন হয়েছে অযোধ্যার রামমন্দিরের। তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে দরজা। মন্দিরের এক অছি সদস্য অনিল মিশ্র জানিয়েছেন, মঙ্গল এবং বুধ দু’দিনেই অন্তত ৫ লক্ষ ভক্তের সমাগম হয়েছে রামমন্দিরে। আর প্রথম দিনেই কয়েক কোটি টাকা জমা পড়েছে মন্দিরের দানবাক্সে।

আপাতত শুধু মঙ্গলবারের দানের হিসাব করে উঠতে পেরেছেন তাঁরা। তাতেই জানা গিয়েছে রামলালার জন্য প্রথম দিন সব মিলিয়ে ৩ কোটি ১৭ লক্ষ টাকা দান করেছেন ভক্তরা। অনলাইন এবং মন্দিরের ১০টি কাউন্টারে জমা পড়া অর্থ মিলিয়ে এই হিসাব।

প্রথম দিনেই এই পরিমাণ অর্থ দান তহবিলে জমা পড়ায় চমৎকৃত মন্দির কর্তৃপক্ষ। অবশ্য কেন্দ্র আগেই জানিয়েছে, অযোধ্যার রামমন্দির তৈরি হয়েছে গোটা দেশ থেকে আসা দানের অর্থে। কয়েক হাজার কোটি টাকা খরচ হয়েছে মন্দির তৈরি করতে। উদ্বোধনের আগে বিভিন্ন রাজ্য থেকে রামলালার বিগ্রেহর জন্যও এসেছে নানা দানসামগ্রী। ফলে প্রথম দিনে কোটি টাকার দান আসবে সেটাই স্বাভাবিক— এমনও বলছেন কেউ কেউ।

তবে দান যেমন জমা পড়েছে, তেমনই প্রথম দিনে মন্দির চত্বরে ভক্তদের দর্শন ঘিরে বিপুল বিশৃঙ্খলারও সৃষ্টি হয়েছে। আপাতত মন্দির চত্বরে হাজার হাজার পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ভিড়ের ভয়ে উত্তরপ্রদেশ প্রশাসন নেতা-মন্ত্রী এবং তারকাদের অনুরোধ করেছেন তাঁদের রামমন্দির দর্শনের পূর্ব নির্ধারিত সময় কিছুটা পিছিয়ে দিতে। ভক্তদেরও অনুরোধ করেছেন কিছু দিন ধৈর্য ধরে পরে রামমন্দির দর্শনে আসতে। আপাতত রামমন্দিরে প্রথম পর্বের উৎসাহী ভিড় কমার অপেক্ষা করছে প্রশাসন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য