স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জানুয়ারি : পারিবারিক বিবাদকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে খুন হতে হল বড় ভাইকে। আমবাসা থানাধীন কলোনী এলাকার বাসিন্দা স্বপ্ন ঘোষ তার বড় ছেলে সঞ্জয় ঘোষ প্রতিদিন মদমত্ত অবস্থায় বাড়িতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করতো পরিবারের লোকজনদের। বুধবার রাতে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়।
আর এই ঝগড়ায় শেষ পর্যন্ত খুন হয়। পরে রাত আনুমানিক এগারোটা নাগাদ আমবাসা থানার পুলিশ খুনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় দমকল কর্মীদের। কিন্তু দমকল কর্মীরা প্রায় তিন ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে। তারপর মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না বলে তারা সাফ জানিয়ে দেয়। পরে এলাকাবাসীর চাপে শেষ পর্যন্ত মৃতদেহ হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়। বাড়ির লোকজনদের অভিযোগ সঞ্জয় ঘোষ তান্ডবে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে তার ছোট ভাই রঞ্জিত ঘোষ কাঠের টুকরো দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে সঞ্জয় ঘোষ। এলাকার লোকজনেদের ধারণা সঠিক সময়ে দমকল আসলে হয়তো বাঁচার সম্ভাবনা ছিল।
এদিকে আমবাসা থানার পুলিশ অভিযুক্ত রঞ্জিত ঘোষকে রাতেই আটক করে থানায় নিয়ে আসে। অন্যদিকে মৃতদেহ ধলাই জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এদিকে আমবাসা থানার পুলিশ রঞ্জিতের বিরুদ্ধে খুনের মামলা নেয়। ১০/২০২৪ ভারতীয় দন্ডবিধি ৩০২ ধারায় মামলা নেওয়া হয়।