স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : শুধু পড়াশোনার ক্ষেত্রেই একশ শতাংশ নম্বর পাওয়াটা গুরুত্বপূর্ণ নয়, ছেলেমেয়েদের সার্বিক বিকাশ গুরুত্বপূর্ণ। তাই ছেলেমেয়েদের সার্বিক বিকাশের জন্য শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। কারণ তাদের কাছেই দেশের ভবিষ্যৎ।
বুধবার হাঁপানিয়া স্থিত চির সাথী সংঘে আয়োজিত শিশু উৎসবে বক্তব্য রাখতে গিয়ে অভিভাবকদের উদ্দেশ্যে এই কথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি প্রদীপ প্রজ্বলন করে শিশু উৎসবের শুভ উদ্বোধন করে আরো বলেন, ছেলে মেয়েদের মধ্যে থেকে আমিত্ব বের করে আনতে হবে। তাকে সবাইকে নিয়ে চলতে হবে বলে শিক্ষা দিয়ে তুলতে হবে।
তাহলে সমাজের চেহারা বদলে যাবে। মুখ্যমন্ত্রীর অভিভাবকদের উদ্দেশ্যে আরো বলেন, ছেলে মেয়েদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে হবে। পরিবারের সংস্কার দিয়ে তাকে বড় করে তুলতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ ৫০০ বছরে যে সংস্কৃতি লুপ্ত হয়ে গিয়েছিল সেটা গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিরে পেয়েছে দেশবাসী। আয়োজিত শিশু উৎসব এ দিন শিশুদের উদ্দেশ্যে বিভিন্ন আয়োজন করা হয়। পাঁচ দিনব্যাপী চলবে শিশু উৎসব। আয়োজিত অনুষ্ঠানে এই দিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা মিনা রানী সরকার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।