Saturday, September 7, 2024
বাড়িরাজ্যমনস্টার কাফ সার্জারিতে সফলতা অর্জন করলেন তেলিয়ামুড়া পশু হাসপাতাল

মনস্টার কাফ সার্জারিতে সফলতা অর্জন করলেন তেলিয়ামুড়া পশু হাসপাতাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ জানুয়ারি : গাভীর মনস্টার কাফ সার্জারিতে সফলতা অর্জন করল তেলিয়ামুড়া পশু হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য কর্মীরা। বর্তমানে গাভীটি সুস্থ রয়েছে। জানা যায়, প্রথম তেলিয়ামুড়া পশু হাসপাতালে একটি গাভীর সফল অস্ত্রপ্রচার করলেন চিকিৎসক ও পশু হাসপাতালের কর্মীরা। বিনা খরচে তেলিয়ামুড়া পশু হাসপাতালে চিকিৎসক ডক্টর অভিষেক পাল এবং অন্যান্য কর্মীরা এই সিজন সেকশনের মাধ্যমে এই সফলতা পায়।

 এই অস্ত্রপ্রচার করে গাভীর পেট থেকে বিশাল আকারের বিকলাঙ্গ বাছুর বের করা হয়। দীর্ঘদিন ধরে এটি গাভীর পেটে থাকায় ভুগছিল। তেলিয়ামুড়া গামাইবাড়ি বাসিন্দা আশিষ সাহা দীর্ঘদিন যাবত তার এই গাভীটিকে নিয়ে খুব কষ্টের দিন যাপন করছিলেন। এর পেটের মধ্যে বিকলাঙ্গ বাছুর থাকায় নড়াচড়া করতে কষ্ট পেতো। বিশেষ করে প্রসব না হয় ভুগছিল গাভীটি। পরে তেলিয়ামুড়া পশু হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক অভিষেক পাল পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন গাভীটির পেটে সমস্যা রয়েছে। কৃষক অফিস তার অন্যান্য কর্মীদের সাথে পরামর্শ করে গাভীটিকে সার্জারি করার সিদ্ধান্ত নেন। সেই মতে বুধবার তেলিয়ামুড়া পশু হাসপাতালেই গাভীটিকে অস্ত্রপ্রচার করেন। এদিন দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত চলে অস্ত্রপ্রচার। অস্ত্রপ্রচারে বের হয় গাভীটির মনস্টার কাফ হয়েছিল। যার কারণে সাধারণভাবে প্রসব হয় নি। বর্তমানে গাভীটি সুস্থ রয়েছে। তেলিয়ামুড়া পশু চিকিৎসা কেন্দ্রে এই ঘটনা বিরল এবং অপারেশনও এই প্রথমবার করতে হয়েছে বলে জানান চিকিৎসকরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য