স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি : ক্লাবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ক্লাব নিরপেক্ষ ভাবে কাজ করলে সরকারের কাজ অনেকটা কমে যায়। মঙ্গলবার রাজধানীর ধলেশ্বরস্থিত ব্লু-লোটাস ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আয়োজিত ধলেশ্বরী উৎসবের উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পাশাপাশি রক্তদান শিবিরেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলির বড় ভূমিকা রয়েছে। ক্লাব এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে ক্লাবে আসে। ক্লাব যদি নিরপেক্ষ ভাবে সেই সমস্যার সমাধান করতে পারে, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। ক্লাব নিরপেক্ষ ভাবে কাজ করলে সরকারেরও কাজ অনেকটা কমে যায়। আগে ক্লাব মানে ছিল অস্ত্রের ঝলকানি। বর্তমানে ক্লাব গুলি সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে। মানুষের আস্তা অর্জন করতে হবে ক্লাব গুলিকে। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ন্যায় শান্তিপূর্ণ নির্বাচন ইতিপূর্বে কখনো হয় নি। ক্লাবের সম্পাদক সভাপতি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হলে ভালো। ভয়ের পরিবেশ থাকলে হবে না। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। রক্তদানের বিষয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু রক্তের বিকল্প কোন কিছু নেই।
রক্ত দানের মধ্যদিয়ে সংগৃহীত রক্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করা না গেলে ফেলে দিতে হবে। তাই রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। একজন রক্তদাতা চার জন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ধলেশ্বরী উৎসব চলবে।