Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যনেতাজীর জীবনের বিভিন্ন সময়ের দুষ্প্রাপ্য ছবি ও বাণী প্রদর্শনীর আয়োজন

নেতাজীর জীবনের বিভিন্ন সময়ের দুষ্প্রাপ্য ছবি ও বাণী প্রদর্শনীর আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ জানুয়ারি :  ২৩শে জানুয়ারী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার শ্ৰেষ্ঠ প্রতিনিধি সুভাষ চন্দ্র বসুর ১২৮ তম জন্মদিবস। এ.আই.ডি.এস.ও, এ.আই.ডি.ওয়াই.ও, এবং এ.আই.এম.এস.এস -এর যৌথ উদ্যোগে রাজ্য ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিনটি  উদযাপন করা হয়। সংগঠনগুলি এদিন কেন্দ্রীয় ভাবে আগরতলার পোস্ট অফিস চৌমুহনীতে নেতাজীর জীবনের বিভিন্ন সময়ের দুষ্প্রাপ্য ছবি ও বাণী প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে নেতাজীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এ আই এম এস এস -এর রাজ্য সভানেত্রী শিবানী দাস, এ আই ডি ওয়াই ও -এর রাজ্য সভাপতি ভবতোষ দে, এ আই ডি এস ও -এর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার ছাড়াও সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং পথচারী জনসাধারণ। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে এ আই ডি এস ও-এর রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য্য বলেন, এই দিনটি সারা ভারতবাসীর কাছে একটি আবেগ ও অনুপ্রেরণার উৎস হিসেবে বিরাজমান। কিন্তু স্বাধীনতার ৭৬ বছর পরেও নেতাজী যে স্বাধীন ভারতের স্বপ্ন  দেখেছিলেন তা সার্থক হয়নি। তিনি চেয়েছিলেন ধর্মনিরপেক্ষ শোষণমুক্ত সমাজ।

 অথচ বর্তমানে ধনী গরিবের বৈষম্য রকেট গতিতে বাড়ছে। একদিকে গরিব সাধারণ মানুষ শোষনের তীব্র যন্ত্রণায় সর্বশান্ত হচ্ছে। অন্যদিকে ধনীর প্রাচুর্য গগনচুম্বী। কোটি কোটি সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার মৌলিক অধিকার    আজও অধরাই রয়ে গেছে। বেকারত্ব, অপুষ্টি, নারী নির্যাতনে বিশ্বে প্রথম সারিতে অবস্থান করছে।  তাই আজকের দিনে নেতাজীর প্রতি যথার্থ শ্রদ্ধাজ্ঞাপন করতে হলে দরকার তাঁর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে উন্নত নৈতিকতার ভিত্তিতে সামাজিক , রাজনৈতিক ও সাংস্কৃতিক  আন্দোলনে নিজেদের সক্রিয় অংশগ্রহণ বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য