স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : রাজনগর এলাকার ভক্ত প্রান মানুষের দীর্ঘ দিনের ইচ্ছে ছিল এলাকায় একটি রাম ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা করার। অবশেষে এলাকার বাসিন্দাদের সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। সোমবার এলাকায় রাম ঠাকুর মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সাথে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরা। নিগমের মেয়র দীপক মজুমদার জানান সোমবার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন ও রাম লালার প্রান প্রতিষ্ঠা হবে। এই দিনই রাজনগর এলাকায় রাম মন্দির নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। খুব কম সময়ের মধ্যে মন্দির নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।