স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ জানুয়ারি : একুশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা আটক করল চুরাইবাড়ি থানার পুলিশ। জানা যায় এইদিন চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি গাঁজা বোঝাই গাড়ি ত্রিপুরা থেকে বহিঃরাজ্যের উদ্দেশ্যে যাবে। সেই সংবাদের উপর ভিত্তি করে সোমবার দুপুরে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে উৎ পেতে বসে পুলিশ।
যথারীতি পুলিশ MH-40BL-7944 নাম্বারের একটি কন্টেইনার গাড়িকে আটক করে পুলিশ। পরে গাড়িটিতে তল্লাশি চালানো হয়। তল্লাসি অভিযানে উদ্ধার হয় দশ পেকেটে ৭২ কেজি গাঁজা। যার কালোবাজারি মূল্য একুশ লক্ষ টাকা হবে বলে জানান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তিনি আরও জানান গাড়ি চালক বিজয় কুমার রেবত ও সহ চালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে। ধৃতদের বাড়ি আসামে। আগরতলা গাজার প্যাকেট গুলি গৌয়াহাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ।