স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ২০২১ সালের ১ জানুয়ারি থেকে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়ার জন্য দেশের সুপ্রিম কোর্ট যে রায় দেয়। তার পরিপ্রেক্ষিতে বুধবার সদর মহকুমা শাসক অসীম সাহা তার চেম্বারে ১৬ জনের হাতে ৫০ হাজার টাকা করে তুলে দেন। সদর মহকুমা শাসক অসীম সাহা জানান কোভীডের কারনে অনেকেই তার প্রিয়জনদের হারিয়েছে। তাদের পরিবার পরিজনদের আর্থিক সহায়তা করার কথা সরকার ঘোষণা করেছে।
তারই অঙ্গ হিসাবে ১৬ জনকে এই আর্থিক সহায়তা প্রদান করা গেছে। তবে এই পক্রিয়া চলতে থাকবে। সদরের মধ্যে এই ধরনের পরিবার রয়েছে ১২৪ জন। যাদের পরিবারের সদস্যদের ২০২০ সালের পর কোভীডে মৃত্যু হয়েছে। তাদের খুঁজে পেতে সমস্যা হচ্ছিল। তাদের সনাক্ত করতে তহশিলদার, ডি সি এম-রা বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত পরিবার থেকে কাগজ সংগ্রহ করে , আবেদন পত্র জমা দেওয়া ও উত্তরসুরীদের থেকে এন ও সি আনার কাজটি করেছেন। সদর মহকুমা প্রশাসনের কর্মীদের উদ্যোগে এই কাজটি করা সম্ভব হয়েছে। মিশন মোডে প্রত্যেকের হাতে যাতে টাকা গুলি তুলে দেওয়া যায় তার জন্য উদ্যোগী সরকার। প্রত্যেকের একাউন্টে অন লাইনে ৫০ হাজার টাকা ট্রান্সফার করা হচ্ছে।
এস ডি আর এফ থেকে এই টাকা প্রদান করা হচ্ছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সকলের হাতে এই টাকা তুলে দেওয়া সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন সদর মহকুমা শাসক। কিছু পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সঠিক টেলিফোন নাম্বার না থাকার কারনে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদের পরিবারের সদস্য কোভীড -১৯-র কারনে হয়েছে এবং যারা সরকার ঘোশিত আর্থিক সাহায্য পাননি তারা যাতে নিকটবর্তি তহশিল অফিস, এস ডি এম, ডি সি এম অফিসে গিয়ে যোগাযোগ করলে দ্রুত সমস্ত কাগজ পরীক্ষা করে তাদের এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে। স্ব উদ্যোগে খুব কম মানুষ এসেছেন। বাকীদের খুঁজে খুঁজে এই ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। সহজ ও সরল ভাবে কাজটি সম্পাদন করতে প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে জানান সদর মহকুমা শাসক অসীম সাহা।