স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : রাজধানীর বটতলা শিব মন্দির থেকে দশমীঘাট এলাকা পর্যন্ত রাস্তার দু’পাশে বেআইনিভাবে গাড়ি, বাইক পার্কিং করা হয়। এমনকি রাস্তার দু’পাশে ক্ষুদ্র ব্যবসায়ীরা বেআইনিভাবে জমি দখল করে আছে। ফলে রাস্তায় ট্রাফিক জ্যাম এক নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে পূর্বতন পুর নিগমের কোন মাথা ব্যাথা ছিল না। কিন্তু দীপক মজুমদার আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকে আগরতলা শহর যানজট মুক্ত করতে বদ্ধপরিকর তিনি।
মেয়র দীপক মজুমদার সম্প্রতি দশমীঘাট এলাকার চারটি ক্লাব সহ ট্রাফিক দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকের পর সিদ্ধান্ত নিয়েছেন অবিলম্বে রাস্তায় যানজট মুক্ত করার। বৈঠকের পর বুধবার মেয়র দীপক মজুমদার সরজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে দীপক মজুমদার স্থানীয় ব্যবসায়ী সহ পথচারীদের সাথে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, স্থানীয় চারটি ক্লাবের সাথে তিনি কথা বলেছেন। রাস্তাটি যানজট মুক্ত করতে যাতে সহযোগিতা করে সে বিষয়ে অবগত করা হয়েছে। আজকে সরেজমিনে পরিদর্শন করে ব্যবসায়ী এবং পথচারীদের বলা হয়েছে যাতে রাস্তার দু’পাশে বেআইনিভাবে পার্কিং না করা হয়। পার্কিং করার জন্য নির্দিষ্ট স্থানে রয়েছে। অর্থাৎ সকলের যাতে বটতলা পুরনো টি আর টি সি ভেতরে পার্কিং করে তার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের আধিকারিকদের সাথে কথা বলবেন। ১০ ফেব্রুয়ারি থেকে রাস্তাটি যানজটমুক্ত রাখতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। কারণ শহর যানজট মুক্ত রাখা হবে বলে পুর নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আর সেটা গুরুত্বের সাথে পালন করা হবে বলে জানান তিনি। পাশাপাশি বাজারের ভেতরে যাতে রাস্তা বেদখল করে না রাখা হয় সে বিষয়ে ব্যবসায়ী সমিতির সাথে কথা বলবেন বলে জানিয়েছেন। কারণ আচমকা যদি কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটে তাহলে যাতে দমকলের ইঞ্জিন এবং দমকল কর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারে। মানুষের স্বচ্ছন্দতাই হলো মূল কথা। এবং নিকাশি ব্যবস্থা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে। পুনরায় নিকাশি ব্যবস্থায় হাত লাগানো হবে বলে আশ্বস্ত করেন মেয়র। পাশাপাশি বটতলা শ্মশানে রাস্তাটি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। আগামী মার্চ মাস থেকে কোন মাছের গাড়ি সেই রাস্তাটি মধ্যে দাঁড়াতে পারবে না। আর এছাড়া শহরের অলিগলিতে যারা বেআইনিভাবে রাস্তা দখল করে গাড়ি দাঁড় করিয়ে রাখে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুরো শহরে বেআইনি পার্কিং বন্ধ করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিন মেয়রের সাথে এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ স্থানীয় ক্লাবের সদস্যরা।