স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : বুধবার আইজিএম হাসপাতাল পরিদর্শনে গেলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস। তিনি হাসপাতালের বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেন। কথা বলেন রোগী এবং রুগীর পরিজনদের সাথে। পাশাপাশি স্বাস্থ্যকর্মী চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে অবগত হন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আইজিএম হাসপাতাল দীর্ঘ ১১৮ বছর পুরনো হাসপাতাল।
হাসপাতালে অনেক কাজ করার বাকি ছিল। সেসব কাজ ধীরে ধীরে সম্পন্ন হচ্ছে। আরো কিছু পরিসেবা ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বিশেষ করে ই- রেজিস্ট্রেশন কাউন্টার, পার্কিং জোন করার পরিকল্পনা রয়েছে। যাতে হাসপাতালে এসে রোগী এবং রুগীর পরিজনেরা সঠিকভাবে পরিষেবা পায় সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে এ ধরনের উন্নত পরিকল্পনা নেওয়া হচ্ছে। যাতে জিবি হাসপাতালে ভিড় কমানো যায় বলে জানান তিনি। তিনি আরো জানান হাসপাতালে এখন স্পাইনাল সার্জারি হবে। এর জন্য ডক্টর সুমন ধরকে নিযুক্ত করা হয়েছে। ফলে রোগীদের বহির্রাজ্যে ছুটতে হবে না। অপরদিকে জিবি হাসপাতাল এই পরিষেবা চালু করা হচ্ছে। এতে রাজ্যের মানুষ উপকৃত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি হাসপাতালে এম আর আই কমপ্লেক্স গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান ডাঃ দিলীপ দাস।
এদিন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডাঃ দিলীপ দাস পরিদর্শনে যাওয়ার মূল উদ্দেশ্য হলো হাসপাতালটি যাতে ঢেলে সাজানো যায়। মানুষ যাতে হাসপাতালে সে সমস্ত পরিষেবা পায়। কারণ প্রায়ই অভিযোগ উঠে হাসপাতালে এসে চিকিৎসকের গাফিলতিতে রোগীর মৃত্যু সহ একাধিক ঘটনা। সেইসব ধরণের ঘটনা যাতে হাসপাতালে বন্ধ করা যায় তার জন্য এই পরিদর্শন।