স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : ত্রিপুরা নেটওয়ার্কের গেট। নেটওয়ার্কের কাজে লাগিয়ে আগামী দিনে রাজ্যের যুবকরা কর্মসংস্থানের ক্ষেত্রে বহুদূর এগিয়ে যেতে পারে। শুক্রবার আগরতলা টাউন হলে কৌশল ভারত বিকশিত ভারতের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। তিনি বলেন রাজ্যের মানুষের মধ্যে অভ্যেস তৈরি করে নিয়েছিল কর্মসংস্থান মানে সরকারি চাকরি। চাকুরী থাকুক আর না থাকুক কিন্তু সরকারি চাকরি চাই।
কারণ “ইনক্লাব জিন্দাবাদ, বেতন ঠিক কাম বাদ” এই মানসিকতা তৈরি করা হয়েছিল রাজ্যের মানুষের মধ্যে। কিন্তু আজকে প্রধানমন্ত্রী মানসিকতা তৈরি করেছে নিজের চাকরি করার পাশাপাশি অন্যের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার। আর এর জন্য আজকে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পন্ন কোম্পানি রাজ্যে কর্মসংস্থান দিতে রাজ্যে প্রবেশ করছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আরো বলেন, আগামী মাসে প্রথম ত্রিপুরা রাজ্যের ৫০ জন যুবক যুবতী ডেয়লেটের মতো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি হবে। এর থেকে রাজ্যের ছেলে মেয়েদের জীবন শুরু হবে।
তাদের বেতন কম করে পাঁচ লক্ষ টাকা থেকে শুরু হবে। এবং আজকের যুবকরা যে মানসিকতা নিয়ে সরকারের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছে তাতে আগামী দিন বিশ্বের মধ্যে ভারত বিশ্ব গুরু হবে বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। রাম মন্দির প্রসঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, ৫০০ বছর লড়াই করার পর আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। রাম আমাদের সংস্কৃতি, রাম আমাদের পরম্পরা। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রতিষ্ঠা দেশবাসীর চোখের সামনে হবে। দেশবাসী অত্যন্ত ভাগ্যশালী। সকলে প্রধানমন্ত্রী আহ্বানে যাতে সেদিন প্রদীপ প্রজ্জ্বলন করে তার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।