Saturday, July 27, 2024
বাড়িরাজ্যজলের সমস্যা নিরসনে বৈঠক

জলের সমস্যা নিরসনে বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : আগরতলা পুর নিগমের কিছু ওয়ার্ডে পানীয় জলের সংকট রয়েছে। এই সংকট দূর করতে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ এ সমস্যা গুলি দ্রুত সমাধান করা সম্ভব হলে উপকৃত হবে মানুষ।

আগরতলা পুর নিগম এবং জল বোর্ডের যৌথ উদ্যোগে শুক্রবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে এই কথা জানান মেয়র দীপক মজুমদার। আগরতলা শহরে এক লক্ষ ২২ হাজার ৯৪ টি পরিবার বসবাস করে। তাদের মধ্যে কেউ কেউ পানীয় জলের চাহিদা নেই বিভিন্ন সময়ে দাবি তুলেছে। তাদের দাবি অনুযায়ী জলের চাহিদা মেটাতে তৎপর হয়েছে পুর নিগম এবং জল বোর্ড। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের আধিকারিক ও কাউন্সিলররা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য