স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : কৃষক ও শ্রমিকদের অধিকার একের পর এক কেড়ে নিচ্ছে বর্তমান বিজেপি সরকার। এবং এ সরকার গণতন্ত্র ও সংবিধানকে ভেঙে ধ্বংস করে দিতে চাইছে। শুক্রবার এই অভিযোগটি তুলেছেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। ১৯৮২ সালে প্রথম কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গুলির ডাকে দেশব্যাপী শ্রমিক ধর্মঘটে তামিলনাড়ু পুলিশের গুলিতে নিহিত হয়েছিল ১০ জন শ্রমিক, কৃষক, খেত মজুর।
এই শ্রমিক, কৃষক, খেত মজুরের স্মরণে এ আই কে এস, টি কে এম ইউ এবং সি আই টি ইউ -র যৌথ উদ্যোগে শহীদান দিবস অনুষ্ঠিত হয় প্যারাডাইস চৌমুহনি এলাকায়। পবিত্র কর বলেন, বর্তমানে রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে বিজেপি নেতৃত্ব বিভিন্ন মন্দির যেভাবে পরিষ্কার করছে তাকে মনে হচ্ছে যেন রাম মন্দির প্রতিষ্ঠা হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ সরকার ধর্ম নিয়ে রাজনীতি করে দেশকে পৃথিবীর মধ্যে অন্যতম করে তুলতে চাইছে। তারা পুরনো ভারতীয় সংস্কৃতি ধ্যান-ধারণাকে পাল্টে দিতে চাইছে। নিয়ে আসতে চাইছে ধর্মীয় সংস্কৃতি। আগামী ২৬ জানুয়ারি গোটা দেশে ৫০০ জেলাতে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবককে আহ্বান জানানো হচ্ছে লড়াই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এবং আগামী দিনেও এর লড়াই চলবে, যতদিন না পর্যন্ত দেশ থেকে অপশাসন মুক্ত হবে।