স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ ফেব্রুয়ারি : ২০২২-২৩ -এর বাজেট নিয়ে আবারও ময়দানে নামল বাম সংগঠনগুলি। বুধবার এস এফ আই, ডিওয়াইএফআই, এ আই ডি ডব্লিউ এ, সি আই টি ইউ, এ আই কে এস, টি টি জে এস এস রামনগর অঞ্চল কমিটির পক্ষ থেকে কের চৌমুহনী এলাকায় বিক্ষোভ দেখায়। সংগঠনগুলি নেতৃত্ব দের অভিযোগ এটি একটি জনবিরোধী বাজেট। বাজেটে জনস্বার্থের কোন দিশা নেই।
জনগণের সমস্যার সমাধানের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বাজেটে। সাধারণ মানুষের সমস্যাগুলির থেকে কেন্দ্রীয় সরকার কোন গুরুত্ব দেয় নি। বেকারদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা নেই। এমনকি আশা কর্মী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধি করার কোনো উল্লেখ নেই। পুঁজিপতিদের স্বার্থ রক্ষার জন্যই এ বাজেট, তা স্পষ্ট হয়ে গেছে। তাই এই বাজেটে বিরুদ্ধে প্রত্যেক মহকুমা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনগুলি। যাতে মানুষই বাজেটের বিরুদ্ধে সচেতন হয় বলে জানান বিক্ষোভে উপস্থিত নেতৃত্ববৃন্দ। রাস্তার পাশে দাঁড়িয়ে কর্মীরা বিক্ষোভ দেখায়। এদিন এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী রমা দাস সহ অন্যান্যরা।পাশাপাশি এদিন শহরের পশ্চিম জেলা কমিটি অফিসের সামনে বিক্ষোভ দেখায় কর্মী-সমর্থকরা। বাজেটের কাগজ পুড়ে বিক্ষোভ দেখানো হয়।