Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় রাস্তা দিয়ে বইছে জ্বালানি তেলের স্রোত

দুর্ঘটনায় রাস্তা দিয়ে বইছে জ্বালানি তেলের স্রোত

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে ১২ চাকার অয়েল ট্যাংকার সজরে ধাক্কা দেয় পাথর বোঝাই গাড়িকে। ফলে জাতীয় সড়ক দিয়ে চলছে জ্বালানি তেলের স্রোত। ঘটনার বিবরণে জানা যায়, অতিরিক্ত গতি সামাল দিতে না পারার কারণে জাতীয় সড়কের বাগবাসা স্থিত শনিছড়া বাজার এলাকার মাঝে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। এলাকায় দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝাই গাড়িতে টি আর ০৫ এফ ১৮৫৬ নম্বরের তেলবাহী গাড়ি ধাক্কা দিয়ে উল্টে যায়।

 এবং পাথর গাড়িটিকে উল্টে দেয়। অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ির চালক পালিয়ে যায়। দুর্ঘটনার পর রাস্তা দিয়ে তেলবাহী গাড়ির ট্যাংক ফেটে তেলের স্রোত বইছে। ঘটনা জানতে পেরে উত্তর জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, মহকুমা পুলিশ প্রশাসনের দায়িত্বে থাকা সৌম্য দেববর্মা, ধর্মনগর থেকে প্রশাসনিক কর্মকর্তারা এবং ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তারা এলাকায় ছুটে যায়। গাড়িটি ভারত পেট্রোলিয়ামের বলে জানা যায়। রাস্তা দিয়ে তেলের স্রোত বইতে থাকায় এলাকাবাসী বালতি দিয়ে তেল সংগ্রহে উদ্ধত হলে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। এবং জাতীয় সড়কে গাড়ি চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সার্বিক স্তরের প্রশাসনিক এবং দপ্তরের কর্মকর্তাদের দোড় ঝাঁপ চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য