Saturday, February 15, 2025
বাড়িরাজ্যবিদ্যুৎ নিগমের কর্মীদের রক্তদানের প্রশংসা করলেন মেয়র

বিদ্যুৎ নিগমের কর্মীদের রক্তদানের প্রশংসা করলেন মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রারম্ভ ১.০ -এর অঙ্গ হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শুক্রবার ৭৯ টিলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভ কানন্দ অতিরিক্ত সচিব উদয়ন সিনহা, বিদ্যুৎ নিগমের আধিকারিক এস এস ডোগরা, জেনারেল ম্যানেজার টি পি টি এল রঞ্জন দেববর্মণ সহ অন্যান্যরা।

মেয়র বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিগমের কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আজকে সমাপ্তি অনুষ্ঠানে যে সামাজিক কর্মসূচি হিসেবে রক্তদান উৎসবের আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। মেয়র বলেন , কয়েক মাস আগে রক্তের সংকট যখন রাজ্যে সৃষ্টি হয়েছিল তখন সকলকে এগিয়ে আসার জন্য আহবান করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসার পাশাপাশি বিদ্যুৎ নিগমের কর্মীরা এগিয়ে আসায় রক্তের চাহিদা অনেকটাই মিটবে বলে অভিমত ব্যক্ত করেন মেয়র। মেয়র আরো বলেন রক্তের কোন বিকল্প নেই। তাই রক্ত দান মহৎ দান। আগামী দিনও মূল্যবোধকে সামনে রেখে এভাবে রক্তদানে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান মেয়র। এদিনের অনুষ্ঠানে মোট ১০২ জন কর্মী রক্তদানে অংশগ্রহণ করেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য