Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যশিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সমগ্র শিক্ষার শিক্ষকদের

শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ সমগ্র শিক্ষার শিক্ষকদের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : প্রায় পাঁচশতাধিক সমগ্র শিক্ষা শিক্ষক আর্থিক বঞ্চনার শিকার। তাদের অভিযোগ ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে তারা ডি এল এড কোর্স করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই কোর্স সম্পূর্ণ করতে পারেনি। কয়েক মাস পরে কোর্স সম্পূর্ণ করা প্রায় পাঁচশতাধিক সমগ্র শিক্ষার শিক্ষককে প্রতি মাসের সাত থেকে আট হাজার টাকা কম বেতন গুনতে হচ্ছে। তাদের ডি এল এড -এর সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হচ্ছে না।

 এই অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের অফিসের সামনে তারা বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী এক মাস পরে তারা অনশনে বসবে। কারণ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী তারা। কেউ তাদের কথা শুনছে না। তাই বঞ্চনার সামিল হয়ে অবশেষে তারা বিক্ষোভে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এ দিনের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সুবীর সাহা নামে সমগ্র শিক্ষার এক শিক্ষক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য