Saturday, March 15, 2025
বাড়িরাজ্য২৩ শে জানুয়ারিকে সামনে রেখে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের চূড়ান্ত প্রস্তুতি চলছে

২৩ শে জানুয়ারিকে সামনে রেখে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের চূড়ান্ত প্রস্তুতি চলছে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি :  ২৩ জানুয়ারি উপলক্ষে প্রতিবছরের মতো এবারও আগরতলা শহরের অন্যতম বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে একটি শোভাযাত্রা বের হবে। ইতিমধ্যে স্কুল মাঠে চলছে প্রস্তুতি। বৃহস্পতিবার এই প্রস্তুতি ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা বর্ণালী মজুমদার জানান, স্কুলের পক্ষ থেকে ১২৮ তম অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিনের শোভাযাত্রা প্রতিবছর একটি মহতি অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষের। এবছর যে আকর্ষণীয় থিমগুলি বেছে নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হলো চন্দ্রযান থ্রি। এ বছর আকর্ষণীয় থিম গুলির মধ্যে অংশ নেবে তৃতীয় শ্রেণি থেকে একাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীরা। এর মধ্যে দশম ও দ্বাদশ শ্রেণীর মেয়েদের করা হয় শঙ্খ বাহিনী এবং ছেলেদের করা হয় ভলেন্টিয়ার। কারণ তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকে বলে তাদের কোন থিমে অংশগ্রহণ করার জন্য স্কুল থেকে বলা হয় না। স্কুলের ছাত্রছাত্রীরা ২৩ শে জানুয়ারি দিনটি অপেক্ষা করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বলে জানান ভারপ্রাপ্ত শিক্ষিকা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য