স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জানুয়ারি : উজান অভয়নগর বাজারে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসনের এনফোরসমেন্ট টিম। অভিযানে তারা ব্যাপক অনিয়ম পেল বিভিন্ন দোকানে।এই অভিযানে ছিলেন সদরের খাদ্য দপ্তরের আধিকারিক প্রদীপ কুমার ভৌমিক, মুখ্য খাদ্য পরিদর্শক দেবজ্যোতি চক্রবর্তী, শর্মিষ্ঠা দাস সহ অন্যরা।তারা অভিযান কালে একটি গ্রোসারি দোকানে অনেক অনিয়ম পান। অভিযোগ সেই দোকানে ছিল না ফুড স্টাফ লাইসেন্স।
দোকানে কোনো ডিসপ্লে বোর্ডও নেই। ওজন বাটখারা সার্টিফিকেটও এক বছর ধরে রিনিউ করা হয়নি। তাই দোকানটি বন্ধ করে দেন তারা। এছাড়া একটি মিষ্টি দোকানে অবৈধ ভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করায় তা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা হয়েছে বিভিন্ন দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী।