Monday, February 10, 2025
বাড়িরাজ্যবি এড উত্তীর্ণ এস সি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের দাবিতে বিক্ষোভ

বি এড উত্তীর্ণ এস সি ছাত্র ছাত্রীদের স্কলারশিপের দাবিতে বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জানুয়ারি : দীর্ঘ আট মাস যাবত ২০২৩ সালের বি এড উত্তীর্ণ এস সি ছাত্র ছাত্রীরা স্কলারশিপ পাচ্ছে না। বহুবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরে গিয়ে স্কলারশিপের দাবি করলে তাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তারা দীর্ঘ ৮ মাস ধরে বঞ্চনার শিকার হয়ে আসছে বলে অভিযোগ তুলে বুধবার একটি মিছিল সংঘটিত করে গোর্খাবস্তি‌ স্থিত তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখায়।

 বিক্ষোভরত ছাত্রছাত্রীরা জানায়, ৩২০০ জনের মধ্যে প্রায় ৬০ শতাংশ ছাত্রছাত্রীরা গত ১০ জানুয়ারি স্কলারশিপ পেয়ে গেলেও বাকি ৪০ শতাংশ ছাত্রছাত্রীর স্কলারশিপ মিলে নি। কিন্তু গত ডিসেম্বর মাসে যখন সংশ্লিষ্ট দপ্তরের অফিসে এসে কথা বলেছিল তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী ১৫ জানুয়ারির মধ্যে সকলে স্কলারশিপ পেয়ে যাবে। কিন্তু এখন পর্যন্ত তাদের স্কলারশিপ পায় নি সকলে। এদিন দপ্তরের অধিকর্তা অসীম সাহার কাছে স্কলারশিপ না পাওয়ার বিষয়ে জানতে গেলে তিনি কক্ষে উপস্থিত ছিলেন না। তখন ক্ষুদ্ধ ছাত্ররা স্পষ্ট জানিয়ে দেন আগামী এক সপ্তাহের মধ্যে যদি তারা স্কলারশিপ না পায় তাহলে তারা হাইকোর্টে মামলা করতে বাধ্য হবে। পরবর্তী সময় দপ্তরের মূল ফটক আটকে দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য