স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক মিডিয়া ওয়ার্কশপের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপি -র মুখপাত্র ডঃ অজয় আলোক, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সর্বভারতীয় মুখোপাধ্যায় ডঃ অজয় আলোক বলেন, লোকসভা নির্বাচন আসন্ন।
আজকে জেলা প্রবক্তা এবং মোর্চার প্রবক্তাদের নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে কিভাবে জনগণের কাছে আরো বেশি করে পৌঁছানো যায় তার জন্য আলোচনা হয়েছে। বিশেষ করে গ্রাম ও পঞ্চায়েতে কিভাবে পৌঁছানো যায় তা নিয়েও সংগঠনের নেতৃত্বদের বলা হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরাকে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে কারণ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মুখ্য ত্রিপুরা।
সারা দেশেই এ ধরনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে। যেসব রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে সেইসব রাজ্যে বিজেপি আরো বেশি করে গুরুত্ব দিয়ে চলেছে। কোনভাবেই লোকসভা নির্বাচনে আসন হারাতে চাইছে না শাসক দল। তাই পাখির চোখ করে সর্বভারতীয় নেতৃত্ব ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলিতে গুরুত্ব দিয়ে চলেছে।