স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জানুয়ারি : শুক্রবার রাতে বাগবাসা থানাধীন নোয়াগাঁও এলাকায় একটি ডাম্পার গাড়ি এবং এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুইজন বাইক আরোহীকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ১৫ থেকে ২০ মিনিট মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর দুজনেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার বিবরণে জানা যায়, জাতীয় সড়কের উপর বাগবাসা থানা এলাকায় নোয়াগাঁও দিয়ে একটি ডাম্পার গাড়ি টিআর ০৫ ডি ১৮০৬ আগরতলা থেকে চুরাইবাড়ি অভিমুখে যাচ্ছিল।
বাইকটি এ এস ১১ পি ৭৮৭৯ চোরাইবাড়ি থেকে আগরতলা অফিস মুখে যাচ্ছিল। বাইকে দুইজন আরোহী ছিল। তারা একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে ডাম্পার গাড়িটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুই বাইক আরোহী বাইক সহ মাটিতে লুটিয়ে পড়ে। তাদেরকে তৎক্ষণাৎ ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতদের কাছ থেকে কোন ধরনের প্রমাণপত্র পাওয়া যায়নি। শুধু একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে যাতে লেখা রয়েছে রোহিত রাজকুমার, গ্রাম আলগাপুর, শিলচর ,কাছাড় জেলা, আসাম। আর কোন পরিচয় পাওয়া যায়নি। দুটি মৃতদহ উত্তর জেলা হাসপাতালে রাখা হয়েছে। এদিকে ডাম্পার চালকের নাম এবং পরিচয় সবই পাওয়া গেছে। তার নাম আপন নাথ, বয়স ২৬ বছর, বাড়ি ধর্মনগর কালিকাপুর ওয়ার্ড নং ৫ এলাকায়।