স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : তেলিয়ামুড়ার উন্নয়নের মুকুটে যুক্ত হল নতুন পালন। মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে তেলিয়ামুড়ায় উদ্বোধন হল অফিস কাম ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি অফ লিগ্যাল মেট্রোলজি। তেলিয়ামুড়া পুরাতন টি.আর.টি.সি অফিস সংলগ্ন এলাকায় উদ্বোধন করা হয় এই অফিসের।
অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্যসচেতক তথা এলাকার বিধায়িকা কল্যাণী সাহা রায়, দপ্তরের আধিকারিক নির্মল অধিকারী, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইচ চেয়ারম্যান মধুসুধন রায় সহ অন্যান্যরা। ৫০ লক্ষ টাকা ব্যায়ে তৈরী করা হয় এই অফিস গৃহটি। এইদিন উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন খাদ্য দপ্তরে কর্মী স্বল্পতা রয়েছে। ফলে প্রতিদিন প্রতিটি বাজারে অভিযান চালানো সম্ভব নয়। তারপরও দপ্তরের আধিকারিক সহ মহকুমা শাসক, ডিসিএমরা ধারাবাহিক ভাবে বাজার গুলিতে অভিযান চালিয়ে যাচ্ছেন। এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন।