স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করছে।ত্রিপুরায় তিন জেলায় নতুন ভাবে প্রধানমন্ত্রী আয়ুষ্মান হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন অধীন সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষাগারের উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় রাসায়নিক ও সার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া এসবের শিলান্যাস করেন।
এদিন তিনি উত্তর- পূর্বাঞ্চলের স্বাস্থ্য সংক্রান্ত আরও কিছু পরিকাঠামোর উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন আগরতলা প্রজ্ঞাভবনে এই শিলান্যাস অনুষ্ঠানে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা।এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, খোয়াই জেলা ও মেলাঘর মহকুমা হাসপাতালে সমন্বিত জনস্বাস্থ্য পরীক্ষাগার স্থাপনের প্রক্রিয়া চলছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী উত্তর-পূর্বের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের দেওয়া অগ্রাধিকারের বিষয়ে বলেন”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণের সাথে সাথে উত্তর-পূর্বের প্রতি তার প্রতিশ্রুতি দেখিয়েছিলেন যখন তিনি বলেছিলেন যে তিনি জনগণের জন্য দিনরাত কাজ করবেন।
উত্তর পূর্বের ‘অ্যাক্ট ইস্ট’ মন্ত্রের সাথে ‘পূর্ব দিকে তাকান’ নয়। দেশের প্রত্যন্ত গ্রামকে দেশের প্রথম গ্রাম হিসেবে আখ্যায়িত করে আদর্শিক পরিবর্তন আনেন প্রধানমন্ত্রী। চিন্তাধারার এই পার্থক্যের কারণে এই খাতটি প্রথম অগ্রাধিকার পেতে শুরু করে। তিনি উত্তর-পূর্ব এবং হিমালয় অঞ্চলের গ্রামগুলির জন্য ভাইব্রেন্ট ভিলেজের মতো প্রকল্পগুলির মাধ্যমে এই অঞ্চলগুলিতে করা কাজগুলিও তুলে ধরেন। এদিন প্রজ্ঞাভবনের অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের অধীন বিভিন্ন আধিকারিক ও দ্বায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।