স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জানুয়ারি : লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গুরুত্ব দিয়েছে শাসক দল বিজেপি। এই প্রচার মানুষের কাছে নিয়ে পৌঁছাতে ধারাবাহিকভাবে কর্মসূচি ঘোষণা করছে দল। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয় প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে এক নোমো অ্যাপের কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিল জেলা আইটির কর্মীরা।
কর্মশালায় প্রদেশ বিজেপি সভাপতি বলেন, সামনে বড় উৎসব লোকসভা নির্বাচন রয়েছে। আর এই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবারো নরেন্দ্র মোদিকে দেখতে চায় দল। ত্রিপুরার দুটি আসনে পদ্ম ফুল ফুটিয়ে নরেন্দ্র মোদির হাতকে শক্তিশালী করা হবে। আর এই সংকল্পকে সামনে রেখে অন্যান্য কর্মসূচির মত নোমো অ্যাপ ব্যবহার করে সংগঠন শক্তিশালী করতে এবং শ্রীবৃদ্ধি করার জন্য কাজ করা হচ্ছে বলে জানান।