Saturday, July 27, 2024
বাড়িরাজ্যপৌষ সংক্রান্তি মেলার জমি বন্টনের দুর্নীতির অভিযোগ পথ অবরোধ

পৌষ সংক্রান্তি মেলার জমি বন্টনের দুর্নীতির অভিযোগ পথ অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : তীথমুখ পৌষ সংক্রান্তি মেলার জমি বন্টনের দুর্নীতির অভিযোগ উঠল করবুক মহাকুমা শাসক অফিসের বিরুদ্ধে। তার মধ্যে জমির টুকেন পেলেও জমি না পেয়ে যতনবাড়ী নতুনবাজার বৈরাগী দোকানের সকল ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে যতনবাড়ি থেকে শিলাছড়ি ও তীথমুখ ডুম্বুর যাওয়ার প্রধান সড়কে রাস্তা অবরোধ করে।

দীর্ঘ ৫ ঘন্টার অবরোধের ফলে রাস্তার দুদিকে আটকে পড়ে বহু যানবাহন। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর তীথমুখ পৌষ সংক্রান্তি মেলার জমি পাওয়ার আশায় করবুক মহাকুমা শাসক অফিসে আসে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত মূল্যে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। ক্ষুব্ধ ব্যবসায়ীরা আরো জানান প্রতি বছর এই মেলার আশা থাকেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে পথ অবরোধের খবর পেয়ে করবুক মহকুমার ডি সি এম ভিক্টর দেববর্মা ছুটে যান এবং ব্যবসায়ীদের সাথে কথা বললে আশ্বাস দেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ীরা আশ্বাস পেয়ে অবরোধ প্রত্যাহার করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য