Sunday, February 9, 2025
বাড়িরাজ্যরক্তের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে

রক্তের অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ জিবি হাসপাতালে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ ফেব্রুয়ারি  : নামে প্রধান রেফারেল হাসপাতাল! পরিষেবার নগ্ন ছবি আবারো ফুটে উঠল সোমবার। রক্তের অভাবে এক রোগীর মৃত্যু হল জিবি হাসপাতালে। জানা যায়, রবিবার তেলিয়ামুড়া কৃষ্ণপুর এলাকার শিপ্রা সরকার নামে এক মহিলাকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান শিপ্রা সরকারের রক্তের প্রয়োজন।

 সে মোতাবেক পরিবার-পরিজনেরা জি বি ব্লাড ব্যাংকে রক্তের জন্য যায়। কিন্তু সেখানে রক্ত জোগাড় করতে পারে নি পরিবার-পরিজনেরা। পরবর্তী সময় রাজ্যের বিভিন্ন ব্লাড ব্যাংকে খোঁজাখুঁজি করেও রক্ত জোগাড় করতে ব্যর্থ হয় পরিবার-পরিজন। শেষ পর্যন্ত অসহায় হয়ে পরিবার-পরিজনরা চিকিৎসকের কাছে যায়। কিন্তু কোন সহযোগিতা পায়নি তারা। শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়ে রোগীর পরিবার। রাত বারোটা নাগাদ রোগীর অবস্থা যখন সংকট পড়ে তখন আবার চিকিৎসকের কাছে ছুটে যায় অসহায় পরিবার। বহু অনুরোধ করে চিকিৎসককে জানায় যেন চিকিৎসক এসে রোগীটি দেখেন। কিন্তু চিকিৎসকের কাছ থেকে সহযোগিতার পরিবর্তে হুমকি শুনে রুগীর ব্যাডে গিয়ে বসে থাকে বলে অভিযোগ রোগীর পরিজনদের। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিপ্রা সরকার বলে জানা অসহায় পরিবারটি। শেষ পর্যন্ত অসহায় পরিবার হাসপাতালে পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে। অভিযোগ রক্তের অভাবে মৃত্যু হয়েছে রোগীর। ব্লাড ব্যাংক গুলির দরজায় দরজায় ঘুরে সহযোগিতা না পেয়ে চিকিৎসকের কাছে গিয়েও হতাশ হতে হয়েছে। সুস্থ করতে রোগীকে নিয়ে এসে রক্তের অভাবে মৃত্যু হয়েছে। এটা কেমন পরিষেবা তা নিয়ে প্রশ্ন তোলেন পরিজনেরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য