Saturday, July 27, 2024
বাড়িরাজ্যবহু শূন্য পদ জনজাতি কল্যাণ দপ্তরে, উদ্বেগ প্রকাশ করলেন বিরোধীরা

বহু শূন্য পদ জনজাতি কল্যাণ দপ্তরে, উদ্বেগ প্রকাশ করলেন বিরোধীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : শীতকালীন বিধানসভা অধিবেশনের তৃতীয় দিন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী জনজাতির কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার উদ্দেশ্যে বলেন জনজাতি কল্যাণ দপ্তরে চরম কর্মী স্বল্পলতা বিষয়টি কি সঠিক? সত্যি হলে দপ্তরের গ্রুপ এ, বি, সি এবং ডি পদে শূন্যপদ রয়েছে এবং তার মধ্যে কয়টি পদে কতজন লোক কর্মরত অবস্থায় রয়েছে?

উত্তরে মন্ত্রী তথা বিধায়ক বিকাশ দেববর্মা জানান গ্রুপ এ পদে চারজন, বি পদে ২৯ জন, সি পদে ৫৭৪ জন এবং বিপদে ৩১১ জন অনুমোদিত পদ রয়েছে। কর্মরত রয়েছেন গ্রুপ এ পদে চারজন, গ্রুপ বি পদে নয় জন, গ্রুপ সি পদে ২৮১ জন এবং গ্রুপ ডি পদে ১৫৮ জন। এরমধ্যে এস টি, এস সি শূন্যপদের সংখ্যা কতটি রয়েছে সে বিষয় নিয়েও প্রশ্ন করা হয় বিধানসভায়। গ্রুপ এর পদে এস সি, এস টি কারোরই শূন্যপদ নেই। গ্রুপ বি পদে এস টি ছয় জন এবং এস সি একজন। গ্রুপ সি পদে এস টি ১০৪ জন এবং এসসি ৫১ জন, গ্রুপ ডি পদে এসটি ১৩ জন এবং এসসি ২৭ জন। জিতেন্দ্র চৌধুরী আরো প্রশ্ন তোলেন সর্বশেষ নিয়োগ কবে হয়েছে? এ প্রশ্ন উত্তরে মন্ত্রী জানান সর্বশেষ নিয়োগ হয়েছিল ২০২৩ সালের জানুয়ারি মাসে গ্রুপ সি -তে পাঁচজন এবং গ্রুপ ডি -তে দুজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য