স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ জানুয়ারি : প্রায় দেড় কোটি টাকার অধিক শুকনো গাঁজা আটক করতে সক্ষম হলো আমবাসা থানার পুলিশ। মঙ্গলবার সকালে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের আমবাসা থানাধীন বেতবাগান এলাকায় পুলিশের নাকা পয়েন্টে এই গাঁজাগুলি আটক করে।
জানা যায়, এদিন PB 13 BC 9339 নাম্বারের রাবার বোঝাই একটি ১৪ চাকার লরি আগরতলার দিক থেকে শিলং -এর উদ্দেশ্যে রওনা হয়েছিল। সকাল সাতটা নাগাদ গাড়িটি নাকা পয়েন্টের কাছে আসতেই পুলিশ কর্মীদের গাড়িটি দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালায়। তাতেই রাবারের ভেতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণ শুকনো গাঁজা।
পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১ হাজার ৬৩০ কেজি। যার বাজার মূল্য ১ কোটি ৬৩ লক্ষ টাকা। এই অভিযানে গাড়িচালক গুরদ্বীপ সিংকে আটক করা হয়েছে। পাঞ্জাবের বাসিন্দা এই গাড়ি চালক। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করা হবে।