স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, বিশ্বকর্মা ট্রেনিং যোজনা সহ যত গুলি কেন্দ্রীয় প্রকল্প রয়েছে সবগুলি প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে ত্রিপুরা রাজ্যে। এতে উপকৃত হচ্ছে রাজ্যের মানুষ।
কেন্দ্রীয় প্রকল্পগুলির উপর পর্যালোচনা মূলক বৈঠক করে রাজ্য অতিথি শালায় সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেস্বর পাটিল। তিনি জানান, রাজ্যে গ্রামে গ্রামে রেগার কাজ সঠিকভাবে মিলছে। আগামী দিনে প্রতি গ্রামে গ্রামে প্রপার্টি কার্ড দেওয়া হবে। গ্রামের মানুষ যাতে উপকৃত হতে পারে তার জন্য রাজ্য সরকার সঠিকভাবে কেন্দ্রীয় প্রকল্প গুলি বাস্তবায়ন করায় মানুষের বিভিন্ন সমস্যা সমাধান হচ্ছে। প্রতিক্ষেত্রে ভালো কাজ হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।