Saturday, July 27, 2024
বাড়িরাজ্য২৮ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রস্তাব...

২৮ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য প্রস্তাব প্রেরন রাজস্ব দপ্তরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ জানুয়ারি : ২০২৩ সালে অকাল বর্ষণের ফলে রাজ্যের কৃষকদের ধান ও শাঁক সবজির ক্ষতি হয়। কৃষি দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে। গ্রাম, ব্লক ও জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করে তাদের জমির পরিমাণ ও ফসলের ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়।

 এস.ডি.আর.এফ ও এন.ডি.আর.এফ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করে ক্ষতির পরিমাণ নিরূপণ করে বিমা কোম্পানির নিকট প্রেরন করা হয়েছে। যাতে করে কৃষকরা তাদের ক্ষতিপূরণ পেতে পারে। রাজ্যের মোট ১ লক্ষ ৯৬০ জন কৃষক ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হয়েছে। নভেম্বর ও ডিসেম্বর মাসের অকাল বর্ষণের ফলে মোট ২৮ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা এস.ডি.আর.এফ, এন.ডি.আর.এফ ও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা থেকে ক্ষতিপূরণ প্রদানের জন্য কৃষি দপ্তর থেকে রাজস্ব দপ্তরের নিকট প্রস্তাব প্রেরন করা হয়েছে। বিধানসভায় রেফারেন্স পিরিয়ডে সোমবার এই তথ্য তুলে ধরেন কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য