স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ জানুয়ারি : আবারো জিবি হাসপাতাল চত্বর থেকে এক ব্যক্তির বাইক চুরি করে নিয়ে গেল চোরেরা। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে দেখা দেয় চাঞ্চল্য। চুরি যাওয়া বাইকের মালিক জানান ওনার রোগী ভর্তি রয়েছে জিবি হাসপাতালে।
শুক্রবারও তিনি জিবি হাসপাতালে এসেছেন। কিন্তু বাইক নিয়ে আসেন নি। ফলে রাতের বেলায় বিশালগড় নিজ বাড়িতে যেতে সমস্যা হয়েছে। তাই এইদিন দুপুরে আশার সময় বাইক নিয়ে এসেছেন। জিবি হাসপাতালের মেডিসিন ব্লকের সামনে বাইক রেখে রোগীর কাছে যান। ৩০ মিনিট পর তিনি জলের বোতল ক্রয় করতে যাওয়ার উদ্দেশ্যে বাইকের কাছে গিয়ে দেখতে পান ওনার বাইকটি নেই। সাথে সাথে তিনি ছুটে যান জিবি ফাঁড়ি থানায়। জিবি ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।