স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরন করা, কর্ম সংস্থানের ব্যবস্থা না হওয়া পর্যন্ত বেকারদের উপযুক্ত বেকার ভাতা প্রদান করা, মদ ও মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষনা করা সহ চার দফা দাবিতে সরব হলো এ আই ডি ওয়াই ও। আগরতলায় বটতলাতে এক বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন এ আই ডি ওয়াই ও -র রাজ্য সভাপতি ভবতোষ দে। তিনি বলেন, ত্রিপুরা রাজ্যের বেকার সমস্যা ভয়াবহ আকার ধারন করেছে। দেশের বাকী রাজ্যগুলোর তুলনায় ভৌগোলিক এবং রাজনৈতিক কারনে এই রাজ্যের অবস্থা আরও মারাত্মক। এখানে নেই কোনও ভারি শিল্পোদ্যোগ কল কারখানা। ফলে যুবকদের কর্ম সংস্থানের একমাত্র অবলম্বন সরকারী চাকুরী, সেখানে স্থায়ী নিয়োগ বন্ধ, ঠিকা এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হচ্ছে। এই পরিস্থিতিতে এই রাজ্যের হাজার হাজার যুবক যুবতীরা পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশের বাকী রাজ্যগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিচ্ছে। ভয়াবহ বেকারত্বের কড়াল গ্রাসে রাজ্যের যুব সমাজ নিমজ্জিত।
২ কোটি বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়ে দেশের যুবকদের সঙ্গে প্রতারনা করেছে মোদী সরকার। কেন্দ্র সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় ২৩ লক্ষাধিক শূন্যপদ খালি পড়ে আছে বলে কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং রাজ্য সভায় জানিয়েছেন। সরকার এই শূন্য পদ পূরনে কোনও পদক্ষেপ গ্রহন করছে না। বেকারত্বের ফলে হতাশাগ্রস্থ যুব সমাজের মধ্যে মাদক দ্রব্যের ব্যবহার প্রচন্ডভাবে বেড়ে চলেছে।