Thursday, February 13, 2025
বাড়িরাজ্যস্ট্যাচু পরিদর্শন কেন্দ্রীয় বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

স্ট্যাচু পরিদর্শন কেন্দ্রীয় বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় বিদেশ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী মীনাক্ষি লেখি। তিনি রাজ্য সফরে এসে বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলি ঘুরে দেখার পাশাপাশি শুক্রবার নজরুল কলাক্ষেত্রে গিয়ে বিভিন্ন নির্মীয়মান স্ট্যাচু পরিদর্শন করেন। যেগুলি কাশীতে পদর্শন করা হবে।

পরবর্তী সময়ে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, দেশের সংস্কৃতি সভ্যতার সবচেয়ে প্রাচীন পিঠস্থান কাশীতে রয়েছে। কাশীতে এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের শিল্পীরা তাদের তৈরি বিভিন্ন স্ট্যাচু তুলে ধরার সুযোগ পেয়েছে। কাশীতে দেশের এবং বিশ্বের বহু মানুষ যাতায়াত করে। সবচেয়ে পুরনো এই প্রদেশে প্রথমবার স্ট্যাচু প্রদর্শন করার সুযোগ পেয়েছে ত্রিপুরার শিল্পীরা। রাজ্যের শিল্পীদের জন্য তিনি নিজেকে গর্ববোধ করেন বলে জানান। মন্ত্রী আরো বলেন ত্রিপুরায় এসে তিনি সেই সংস্কৃতি প্রত্যক্ষ করেছেন যে সংস্কৃতি ভারতকে একতা সভ্যতায় নিয়ে পৌঁছানোর চেষ্টা করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য