স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : গাড়ি চালানো শিখতে গিয়ে চালক গাড়ি নিয়ে হাওড়া নদীতে ঝাঁপ দিলেন। অল্পতে রক্ষা পেলেন চালক। ঘটনা শুক্রবার সকালে রাজধানীর মধ্য প্রতাপগড় এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার ইকো গাড়িটি ক্রয় করেছিল রাখাল পাল নামে এক ব্যক্তি।
কিন্তু তিনি অনভিজ্ঞ হওয়ায় গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া নদীতে ঝাঁপ দিলেন। সাথে সাথে স্থানীয়রা ছুটে এসে গাড়ি চালক রাখাল বাবুকে উদ্ধার করে। তার শরীরে কোনরকম আঘাত লাগেনি। পরবর্তী সময় ক্রেন এসে গাড়িটি হাওড়া থেকে তুলে। স্থানীয়রা জানায় গাড়িটি রাখাল বাবু গত বৃহস্পতিবার ক্রয় করেছিলেন। ২৪ ঘন্টায় ব্যবধানে এই দুর্ঘটনায় পড়লেন তিনি।