Friday, February 7, 2025
বাড়িরাজ্যনেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠের পার্কিং জোন করা হবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে...

নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠের পার্কিং জোন করা হবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : মেয়র

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ জানুয়ারি : আগরতলা শহরের বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠের আন্ডারগ্রাউন্ডে পার্কিং জোন করা হবে বলে বিভ্রান্তি ছড়াচ্ছে একাংশ। কিন্তু মাঠের আন্ডারগ্রাউন্ডে কোনরকম পার্কিং জোন করা হবে না। কারণ এটা শুধুমাত্র বৈঠকে আলোচনা হয়েছিল। তারপর প্রধান শিক্ষকের কাছে প্রস্তাব দেওয়ার পর সম্মতি না জানানোর কারণে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার নিজ অফিস কক্ষে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে স্পষ্টিকরণ দেন।

 তিনি বলেন, আগরতলা শহরকে সাজিয়ে তুলতে কাজ করে চলেছে আগরতলা পুর নিগম। শহরবাসী যাতে রাস্তাঘাটে স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারে এবং এবং যানজটমুক্ত করতে তার জন্য বেশ কিছু পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। কারণ বিগত দিনে আগরতলা শহরে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করা ও পার্কিং জোন তৈরি করা হয়েছিল। ২০২১ সালে বর্তমান বিজেপি পরিচালিত আগরতলা পুর নিগম এ ধরনের অবৈধ দখল ও পার্কিং ব্যবস্থা তুলে দিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করে শহরবাসীর জন্য নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এতে করে আগরতলা শহরে আকর্ষণ দিন দিন বাড়ছে। কিন্তু জায়গা সংকলনের কারণে সমস্ত পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। কিন্তু এর মধ্যে কিছু ব্যক্তি বিভ্রান্ত ছড়িয়ে মানুষকে আতঙ্কগ্রস্থ করার চেষ্টা করছে। এমনটাই বলে উদ্বেগ প্রকাশ করেন মেয়র। তিনি বলেন, নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে পার্কিং করা নিয়ে একটা অংশ মানুষকে বিভ্রান্ত করছে। আগরতলা শহরকে যানজট মুক্ত করতে শহরের বিভিন্ন জায়গায় পার্কিং করা নিয়ে চিন্তা ভাবনা করছে পুর নিগম। কিছুদিন পূর্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রাথমিকভাবে নেতাজি স্কুলে আন্ডার গ্রাউন্ড পার্কিং ব্যবস্থা চালু করা নিয়ে আলোচনা হয়। সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মতি দেননি এই সিদ্ধান্তের। ফলে সেখানে কোন ধরনের আন্ডারগ্রাউন্ড পার্কিং করা হবে না সিদ্ধান্ত নেয় পুর নিগম। শুধুমাত্র প্রাথমিক স্তরেই ছিল এই চিন্তা-ভাবনা। তবে এটাকে নিয়ে কোন কোন ব্যক্তি মহল থেকে রাজনীতি করার চেষ্টা করছে। যা কাম্য নয়। রাজ্য সরকার নেতাজি স্কুলের উন্নতি নিয়ে ভাবছে জল নিকাশি ব্যবস্থার জন্য ৪ কোটি টাকা এবং বাউন্ডারি দেওয়াল নির্মাণের জন্য দুই কোটি টাকা ব্যয় করার ঘোষণা করেছে রাজ্য সরকার। যারা এ ধরনের বিভ্রান্ত সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে মেয়র বলেন আগরতলা শহর সকলের। তাই তারা যেন এ ধরনের বিভ্রান্তমূলক খবর রটানো থেকে বিরত থাকেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য